সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. আশরাফুর রহমান নয়ন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে সীতাকুণ্ড পৌর সদরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নয়ন সীতাকুণ্ড (আলিয়া) কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে মুরাদপুর ইউনিয়নের ইসাক কোম্পানি বাড়ির বাসিন্দা মো. সোহাগের ছেলে।
জানা যায়, গত শুক্রবার জ্বর দেখা দেয় নয়নের। এরপর জ্বরের মাত্রা ক্রমশ বেড়ে গেলে তাকে শনিবার হাসপাতালে নিয়ে ডেঙ্গু পরীক্ষা করা হয়। রবিবার তার রিপোর্টে ডেঙ্গু পজেটিভ আসলে একইদিন সীতাকুণ্ডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। এরপর আস্তে আস্তে তার অবস্থার অবনতি হতে থাকে। গতকাল মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
নয়নের নানা মো. আলাউদ্দিন বলেন, নয়নরা দুই বোন ও এক ভাই। তার মধ্যে নয়ন সবার বড়। মা–বাবার একমাত্র পুত্র সন্তান। মুরাদপুর ফকিরহাটস্থ মডেল মসজিদে তার জানাজা শেষে পৌরসদরের মধ্যম মহাদেবপুর নলুয়া পাড়াস্থ পারিবারিক কবরস্থানে আশরাফুর রহমান নয়নের দাফন সম্পন্ন করা হয়।