সীতাকুণ্ডে ডিসি পার্ক সংলগ্ন ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ডিসি পার্ক সংলগ্ন সরকারি খাস জায়গায় গড়ে তোলা ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানকালে তিনি বলেন, ডিসি পার্কের দক্ষিণ পাশের সরকারি খাস জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ১৩টি দোকান ঘর সরিয়ে নিতে অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ প্রদান করা হয়। কিন্তু নোটিশ দেওয়ার পরও তাঁরা সরকারি জায়গা না ছেড়ে অনড় অবস্থায় থাকেন। তাই জেলা প্রশাসকের নির্দেশে গতকাল বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুলো ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধউখিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে এলজিইডির ইঞ্জিনিয়ার নিহত