সীতাকুণ্ডে ডিলারকে কোপালো সন্ত্রাসীরা

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৬ মে, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে রবিউল হোসেন লিটন নামে এক ইলেক্ট্রিক সামগ্রী বিক্রির ডিলার কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ১টার সময় কুমিরা মসজিদ্দা নিজ বাড়ির সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিউল হোসেনের ভাই নুরুন নবী বলেন, রাত ১টায় বাড়িতে আসার সময় রাস্তার মধ্যে কয়েকজন সন্ত্রাসী তার প্রাইভেট কার আটকিয়ে কুপিয়ে শরীরের বিভিন্নস্থানে জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। এ ব্যাপারে শুক্রবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এতে অভিযুক্ত হিসেবে জসিম উদ্দিন মিয়াজি, আকরামুল হক আকাশ ও ইকরামুল হক নিকাশ নামে তিন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, পারিবারিক বিরোধে ঝগড়া হয়েছে বলে শুনেছি। তবে কেউ আহত হয়েছে কি না জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআজ টিআইসিতে অভ্যুদয়ের সংগীতানুষ্ঠান
পরবর্তী নিবন্ধ‘রাক্ষুসে’ কৃষ্ণগহ্বরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা