সীতাকুণ্ডে ডাকাত ঠেকাতে গিয়ে নৌকাডুবিতে দুই জাহাজ শ্রমিক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙ্গা কারখানা সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে আজ সোমবার ভোর রাতে নৌকা ডুবে দুই শ্রমিক নিহত হয়েছে।

নিহতরা হলেন- আব্দুল খালেক রতন ও সাইফুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধায়।

পুলিশ ও ইয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোররাতে ২০-২৫ একদল ডাকাত দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে কারখানায় ডাকাতি করতে এলে শ্রমিকরা অন্য একটি নৌকা নিয়ে তাদের ধাওয়া দেয়। এসময় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে শ্রমিকরা সন্দ্বীপ চ্যানেলে পড়ে যান। দুইজন শ্রমিক সাতরে কূলে আসতে পারলেও দুইজন নিখোঁজ হন। সোমবার সকালে অন্য একটি ইয়ার্ডে তাদের মরদেহ ভেসে আসে।

সীতাকুণ্ড উপজেলার কুমিরা এালাকায় কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ভোররাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ইয়ার্ড কর্তৃপক্ষ আমাদের ডাকাতির ঘটনাটি জানিয়েছে। সকালে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক তসলিম উদ্দিন জানান, আজ সকালে একটি জাহাজ ভেড়ার সিডিউল ছিল। তাই শ্রমিকরা ভোররাত থেকেই প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় দুটি কালো বোটে করে একদল ডাকাত ইয়ার্ডের দিকে আসতে দেখে ইয়ার্ডের একটি বোটে থাকা শ্রমিকরা তাদের ধাওয়া দেয়। দুর্ভাগ্যবশত আধা কিলোমিটার দূরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি উল্টে গেলে শ্রমিকরা চ্যানেলে পড়ে যায়।

তিনি বলেন, ইয়ার্ড থেকে অন্য একটি বোট গিয়ে কয়েকজন শ্রমিককে উদ্ধার করলেও দুইজন পানিতে তলিয়ে যান। পরে সকালে ফায়ার সার্ভিস এসে কয়েকশ মিটার দুরে একটি ইয়ার্ডের সামনে থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

তসলিম বলেন, নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। থানা ও শিল্প পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রায় রাতেই ডাকাত দল ইয়ার্ডে হামলা করে। গত বছর একবার ২০-২৫ জনের একটি ডাকাত দল হামলা চালিয়ে প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার নির্দেশ
পরবর্তী নিবন্ধ১ লাখ ইয়াবা আত্মসাতের ঘটনায় বাকলিয়া থানার ৮ পুলিশ সদস্য বরখাস্ত