সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে সাজ্জাদ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার বিকাল চারটার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা রেললাইনে এই ঘটনা ঘটে। সাজ্জাদ উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত মোহাম্মদ রফিকের ছেলে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন বলেন, বিকেল ৪টার দিকে ঢাকা গামী একটি অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।