সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. আরিফুল ইসলাম (১৭) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় উপজেলার ভাটিয়ারী রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার হামিদুর ইসলামের ছেলে ও হাটহাজারী ইসলামিয়া হামিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্র।
ফৌজদারহাট জিআরপি পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক ফারুক হোসাইন জানান, গতকাল শনিবার সকালে মাদ্রাসা পড়ুয়া ওই ছাত্র চট্টগ্রামমুখী একটি মেইল ট্রেন থেকে ভাটিয়ারী রেলওয়ে স্টেশনে নামেন। ট্রেন থেকে নেমে রেললাইন পারাপারের সময় অসাবধানতাবশত চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
ফারুক হোসাইন আরো জানান, দুর্ঘটনা পরবর্তীতে নিহত ওই শিক্ষার্থীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।