সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হেলাল হোসেন (২৮)। তিনি স্থানীয় একটি সবজির আড়তে কাজ করতেন। তার বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বোরহান মার্কেট এলাকায়।
সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির সদস্যরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছেন।
রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, হেলাল হোসেন স্থানীয় একটি সবজির আড়তে কাজ করতেন। রবিবার সকালে আড়তে যাওয়ার সময় চট্টগ্রামমুখী ট্রেনের লাইনে কাটা পড়েন তিনি। নিহত যুবকের পরিবারের সদস্যরা নোয়াখালীতে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে।