সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আশরাফ উদ্দিন সিদ্দিকী জানান, দুপুরে বাঁশবাড়িয়াসংলগ্ন ঢাকামুখী রেললাইনে একটি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান ওই বৃদ্ধ। তার পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে তার দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরক্তাক্ত ফাগুন
পরবর্তী নিবন্ধবশরত শাহ্‌ দরবারে মিলাদ মাহফিল