সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৩:৩৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে বার আউলিয়া এলাকার রেললাইন থেকে আবুল কালাম (৬৮) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তিনি রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা যান বলে জানা গেছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার রেললাইন থেকে মৃতদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

জানা গেছে, গতকাল ভোর আনুমানিক ৫টার দিকে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কালাম। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ঢাকাগামী মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

ফৌজদারহাট রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র মিত্র জানান, নিহত ব্যক্তির পকেটে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার ঠিকানা শনাক্ত করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত আবুল কালাম তালুকদার ঢাকার দোহার থানার শিমুলিয়া গ্রামের আব্দুস সালাম তালুকদারের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের গণসমাবেশ ও মিছিল
পরবর্তী নিবন্ধআর্থিক সংকটে থাকা কলেজ শিক্ষার্থীকে সাঈদ আল নোমানের সহায়তা