সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। সীতাকুণ্ড জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আশরাফ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রবিবার বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের জোড় বটতল নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও জিআরপি পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের জোর বটতল নামক এলাকা অতিক্রমকালে আপ লাইনের উপর ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের (৩৫) মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ সিদ্দিক বলেন, নিহত ব্যক্তির পরনে নীল রংয়ের একটি চেক লুঙ্গি এবং হাফ হাতা গেঞ্জি ছিল। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ড বাঁশবাড়িয়া জোর বটতল এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকটির মাথায় প্রচন্ড আঘাত লাগে। এতে করে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার পরিচয় পওয়া যায়নি। আমরা এদিন সন্ধ্যার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা করেছি।