সীতাকুণ্ডের সোনাইছড়ি বারআউলিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আকরাম (৪২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। বাংলানিউজ
জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর আলম জানান, ঐ যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘর থেকে বেরিয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মারা যান।
মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।