সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় দুই দিনে ২ শ্রমিক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৭:২৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় গত দুদিনে একই জায়গায় ২ শ্রমিক নিহত হয়েছে। ২ জনই কারখানার শ্রমিক বলে জানায় জিআরপি পুলিশ। জানা যায়, রোববার রাত ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় উবাআং মারমা (৪০)এক শ্রমিক নিহত হয়। নিহত উবাআং মারমা বান্দরবান জেলার রোয়াংছড়ি থানার বদ্দা পাড়ার সাইতুয়ানের ছেলে বলে জানা যায়। স্থানীয়রা ফৌজদারহাট রেলওয়ে পুলিশতে খবর দিলে ফাঁড়ির ইনচার্জ হাসান আহম্মদ রাত ১০টার সময় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। অপরদিকে গতকাল সোমবার সকাল ৭টার সময় একই জায়গায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আপ লাইনে ট্রেনের ধাক্কায় মো. জহিরুল ইসলাম (৩৫) নামে আরেক শ্রমিক নিহত হয়েছে। নিহত মো. জহিরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার সদর থানার মৃত মো. রফিকুলের পুত্র। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক মর্গে প্রেরণ করেছে। ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান আহম্মদ বলেন, গত দুদিনে একই জায়গায় ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছে। ২ জনই কারখানার শ্রমিক। লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবজ্রপাত থেকে রক্ষায় নাইক্ষ্যংছড়িতে তালগাছ রোপণ
পরবর্তী নিবন্ধরাউজানে ৫ লাখ গাছের চারা রোপণের প্রস্তুতি