সীতাকুণ্ডে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নাসির উদ্দিন (৪০) নামের অপর এক ব্যক্তি। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে পৌরসদরের সোবাহান বাগ এলাকার মাহফুজুর রহমানের পুত্র।
কুমিরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ঢাকামুখী পণ্যবাহী একটি ট্রাক মহাসড়কের উত্তর বাইপাস এলাকা অতিক্রমকালে একইমুখী একটি মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যাওয়ার পাশাপাশি আরোহী ইকবাল ও নাসির ছিটকে নিচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আরোহী ইকবাল হোসেনের মৃত্যু হয় এবং দুটি হাত থেতলে গিয়ে গুরুতর আহত হন নাসির উদ্দিন। দুর্ঘটনার পর আহত নাসির উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া নিহত ব্যক্তির লাশ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে গেছেন তার স্বজনরা।












