ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট ওজন স্কেল এলাকায় ট্রাক চালক থেকে চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ আবুল বশার নামে পুলিশের এক নায়েককে প্রত্যাহার করা করা হয়েছে। তিনি সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্দিষ্ট কোন কারণ ছাড়া গাড়ি দাঁড় করা যাবে না। কিন্তু নায়েক আবুল বশার একটি ট্রাক থেকে অনৈতিক সুবিধা নেওয়ার সংবাদ উর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারার পর তাকে বুধবার কর্মস্থল থেকে প্রত্যাহার করে কুমিল্লা জেলায় বদলি করা হয়েছে।