সীতাকুণ্ডের সোনাইছড়িতে সড়ক দুর্ঘটনায় আবুল কাসেম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটস্থ পন্থিশাহ মাজার এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম বার আউলিয়া ফুলতলা এলাকায় থাকেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী বলেন, আবুল কাসেম রাতে বাইসাইকেল যোগে ওষুধ কিনে ফেরার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।