সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এলো শিশুর মরদেহ

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী সাগর উপকূলীয় এলাকায় একটি শিপইয়ার্ডের পাশ থেকে জোয়ারের পানিতে ভেসে আসা এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল সাগর উপকূলীয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস হবে।
স্থানীয় ইয়ার্ড কর্মকর্তারা জানান, গতকাল সকালে ইয়ার্ডের দারোয়ানরা জোয়ারের পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে কুমিরা নৌ পুলিশকে জানান। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় অথবা জলোচ্ছ্বাসের কারণে শিশুটি পানিতে পড়ে মারা যেতে পারে।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মাহাবুবুল আলম বলেন, শিপইয়ার্ডের দারোয়ান একটি শিশুর মরদেহ জোয়ারের পানিতে ভেসে আসতে দেখে আমাদের জানান। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী পলাতক
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে ৪ দালাল আটক