ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে ১৬টি গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবউল্যা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবলু দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা এম. এ শহীদ ভূঞা, সীতাকুণ্ড মডেল থানার এসআই শাখাওয়াত হোসেন।