সীতাকুণ্ডে জেলেদের মাঝে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ম্যালেরিয়া নির্মুলে সোনাইছড়ি ও বাড়বকুণ্ড ইউনিয়নে জেলেদের মাঝে মাসপ্যাপী ৪ হাজার কীটনাশকযুক্ত মশারি বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ব্র্যাক জাতীয় ম্যালেরিয়া নির্মুল কর্মসূচি ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগীতায় ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল বুধবার সোনাইছড়ি ইউনিয়নের ১৪০ জনের জেলে পরিবারে দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হয়।
শীতলপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, জামাল উদ্দিন ভূঁইয়া, শাহানা আক্তার, রাখাল চন্দ্র প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের চারঘণ্টা পর মাতামুহুরীতে মিলল শিশুর মরদেহ
পরবর্তী নিবন্ধ৬ হাজার ইয়াবাসহ ২ ব্যক্তি গ্রেপ্তার