সীতাকুণ্ডে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৩৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাড়বকুণ্ড ইউনিয়ন শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গতকাল শুক্রবার ২৭ ডিসেম্বর বিকালে বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান জোবায়ের হোসেন এর সভাপতিত্বে ও চেয়ারম্যান জামিল রহমান ও নুর সোলাইমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোঃ সালাহউদ্দিন , প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.কমল কদর। খেলার উদ্বোধক ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী মোঃ সেলিম উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন দুলাল, উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি লোকমান হোসেন রকিব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ ইসহাক, বাড়বকুণ্ড ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গিয়াসউদ্দিন আজাদ, সদস্য সচিব বসির হোসেন, যুবদল নেতা আবুল খায়ের ইকবাল, বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃআজাদ, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির জাহান সনি। উদ্বোধনী খেলায় কুমিরা দেলিপাড়া একাদশ ১০ গোলে সোনাইছড়ি এফসি একাদশকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিপিএলের মিউজিক ফেস্টে নিরাপত্তা জোরদারের নির্দেশ
পরবর্তী নিবন্ধতামিমের নেতৃত্বে খেলার অভিজ্ঞতাটাই অন্যরকম নাঈম হাসানের কাছে