সীতাকুণ্ডে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১১:২৯ পূর্বাহ্ণ

‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ডে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়। গত রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রতিভার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন, সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা বেগম। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরি, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জয়নব বিবি, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, যুব উন্নয়ন অফিসার মো: শাহ আলম, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদ, একটি বাড়ি একটি খামার’র অফিসার ফেরদৌসি আক্তার ও তথ্য সেবা অফিসার তাহমিনা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ৩৫ জন