সীতাকুণ্ডে জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন এবং জাটকা সংরক্ষণ অভিযান২০২৪ বাস্তবায়নে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২০টি বেহুন্দি ও নেট জাল, ৭টি চিংড়ি পোনার জাল, ৫ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল কুমিরা ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

গতকাল সোমবার সন্দ্বীপ চ্যানেলে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ ও উপজেলা মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী মো. জাফর।

পূর্ববর্তী নিবন্ধমেডিকেলে ভর্তির আবেদন আজ শুরু
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ভূমি অফিসের ভবন থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু