সীতাকুণ্ডে ছাত্র–ছাত্রী ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র সমাজ। তারা গতকাল গণমিছিল নিয়ে সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিন বাইপাস বিভিন্ন শ্লোগানে শ্লোগানে তাল মিলিয়ে তাদের শহীদ ভাই–বোনদের হত্যার বিচার চায়। মিছিলটি উত্তর বাইপাস গিয়ে পৌরসভার সামনে এসে শেষ হয়। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী ও জনগণ অংশগ্রহণ করে। এ সময় সীতাকুণ্ড বৈষম্য বিরোধী নেতৃবৃন্দরা বলেন, যেন তাদের শহীদ ভাই–বোনদের খুনিদের দ্রুত বিচারের আওতায় আনা হয়।
দোষিদের আইনের আওতায় না আনা পর্যন্ত তারা রাজপথে থাকবেন। এছাডাও কেউ কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে চাইলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার দেন বৈষম্য বিরোধী ছাত্ররা।