সীতাকুণ্ডে ছাত্রলীগ কর্মীকে হত্যা চেষ্টার মামলায় মনির হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে সলিমপুর সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির হোসেন নোয়াখালী জেলার চাটখিল থানার খিলপাড়া অমরপুর এলাকার মৃত মমিন উল্লাহর পুত্র।
মামলার বরাত দিয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মো. শামীউর রহমান জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মনির ছাত্রলীগ কর্মী ওমর ফারুককে হত্যার চেষ্টা করে। গত বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের সলিমপুর সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আরো বলেন, মনিরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।