সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ভেঙে পূর্ণাঙ্গ কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এছাড়া পূর্বের আহ্বায়ক কমিটি বহাল রাখতে চাঁদা চাওয়ারও অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।এদিকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সীতাকুণ্ডের নতুন এই কমিটিকে ‘প্রেস কমিটি’ অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টাকা লেনদেনের অভিযোগ এনেছেন।
গত ১৭ নভেম্বর সকালে শিহাব উদ্দীনকে সভাপতি ও এসএম রিয়াদ জিলানীকে সাধারণ সম্পাদক করে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।
কমিটি গঠনের পরপরই লেনদেন নিয়ে দুইটি কল রেকর্ডও ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। সেখানে প্রথম কল রেকর্ডে জাবের নামে(উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির নেতা জাবের আল মাহমুদ) একজনকে বলতে শোনা যায় ‘এখানে সেভেন কেন? এইট ছিল না, এইট?’ উত্তরে রেজাউল করিমকে বলতে শোনা যায়, ‘তাহলে একটা তোমাকে আমি পরে দিচ্ছি। অসুবিধা হবে ?’ তখন জাবের বলেন, ‘না ভাই অসুবিধা নাই। আমি মাত্র দেখলাম, তাই বললাম।’ অন্য কলটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউলের সাথে সীতাকুণ্ড ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খানের। যেখানে রেজাউলকে উদ্দেশ্য করে শায়েস্তা খানকে বলতে শোনা যায়, ‘আমারে ইরান ভাই ( জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি) আপনারে ফোন দিতে বললো। আমি আসলে এসব দুই নম্বরী পছন্দ করি না। আমাকে ঘনিষ্ঠ অনেকে বলছে টাকা পয়সার লেনদেন ভিডিও রাখতে। কারণ পরে পল্টি খাইতে পারেন। আমি গাড়িতে বসে সেটা ভিডিও করে রাখছি।’ তখন রেজাউল বলেন, ‘ভাই আপনার সাথে আমার এগুলো লেনদেন নিয়ে কোন কথা হইছে?’ এর উত্তরে শায়েস্তা বলেন, ‘জাবেরের সাথে হইছে।’ তখন রেজাউল বলেন, ‘তাহলে জাবেরকে ফোন দিতে বলেন।’
কল রেকর্ডে শায়েস্তা খানকে বলতে শোনা যায়, ‘আমাদের আহ্বায়ক কমিটি টিকিয়ে রাখতে ২০ লাখ টাকা দাবি করেছিল রেজাউল। বাধ্য হয়ে তাকে ৮ লক্ষ টাকা দিই। কিন্তু বর্তমান দুইজন ২০ লাখ টাকা দেয়াতে ৭ লাখ ফেরত দেয়। ১ লাখ টাকা এখনও রয়ে গেছে জেলা সেক্রেটারির কাছে।’
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম পুরো বিষয়টি বানোয়াট বলে দাবি করেন। তিনি বলেন, ‘এগুলো বানানো কল রেকর্ড। এধরনের লেনদেনের কোন সত্যতা নেই।’
উত্তর জেলা ছাত্রলীগের কমিটিও মেয়াদ উত্তীর্ণ উল্লেখ করে গোলাম রাব্বানী আরও লিখেন, ‘উত্তর জেলা এক বছর মেয়াদি কমিটি আড়াই বছর পেরিয়ে গেলেও আজ অবধি পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। আমাদের সময়ে বার বার তাগিদ দেয়ার পরও তারা পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে ব্যর্থ হয়েছে। তখন চট্টগ্রামের বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ ভাইয়ের কথায় তাদের সুযোগ দেয়া হয়েছিলো।’
তিনি বলেন, ‘নবনির্বাচিত সভাপতি বয়স উত্তীর্ণ এবং অছাত্র।
এবিষয়ে সীতাকুণ্ড ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি শিহাবউদ্দিন বলেন, তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। আওয়ামীলীগ পরিবারে আমার জন্ম। আমার পিতা গত ২০বছর ধরে সৈয়দপুর আ.লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। আমাদের বিষয়ে অবৈধ লেনদেনের প্রশ্নই আসে না। ক্ষমতা হারিয়ে দিশেহারা হয়ে তারা পাগলের প্রলাপ বকছে।