সীতাকুণ্ডে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে সীতাকুণ্ড পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম রফিকুল ইসলাম। তিনি বলেন, অভিযানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় ও অননুমোদিত রং ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯–এর ৩৮, ৪৫, ৪৮ ধারা মতে ৫টি প্রতিষ্ঠান এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন ২০০৫–এর ৪ ধারা মতে ১টি প্রতিষ্ঠানসহ মোট ৬টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানকালে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড মডেল থানা এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক প্রমুখ।