ন্যায্যমূল্যে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের কিনতে পারার লক্ষ্যে সীতাকুণ্ডে চালু হয়েছে কৃষক বাজারের। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে, উপজেলা কৃষি অফিস ও প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় পৌর ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ বাজারের যাত্রা শুরু হয়। কৃষক বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. তাহমিন আরজু, সাংবাদিক সৈয়দ ফোরকান আবু, আবুল হোসেন ও অন্যান্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, সরকার গৃহীত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পদক্ষেপ হিসেবে সীতাকুণ্ডের ব্যস্ততম এলাকা পৌরসভা কার্যালয় ভবনের সামনে ‘কৃষক বাজার’‘ চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোন মধ্যস্বত্বভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন। তিনি আরো বলেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। যেমন ধরেন প্রতি কেজি শসার বর্তমান বাজার মূল্য ৫০ টাকা, অথচ কৃষকদের কাছ থেকে পাইকাররা ২৫ টাকা করে প্রতি কেজি শসা কিনে নেন। এতে এক দিকে যেমন কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে, একই সাথে ক্রেতারাও ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারছে না। আমরা শসা প্রতি কেজির মূল্য নির্ধারণ করেছি ৩৫ টাকা। যে টাকাটা সরাসরি কৃষক পাবে।