সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড ও কুমিরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতল এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিন (৪০), মো. সাগর (২৫), মো. ইকবাল (২৫) এবং বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা সামীর (২৮)।
সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই জাফর আলম জানান, গ্রেপ্তারকৃতরা সবাই চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে।