সীতাকুণ্ডে বেগম রোকেয়া দিবস উপলক্ষে চার জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। যুব সংগঠনের কর্মকর্তা সিফাতের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ভাটিয়ারীর ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান মো. ছাদাকাত উল্লাহ মিয়াজী, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, সমাজসেবা অফিসার লুৎফুন নেছা বেগম, তথ্য সেবা কর্মকর্তা শারমীন আক্তার, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শামছুন্নাহার ও জান্নাতুল ফেরদাউস। অনুষ্ঠানে সংবর্ধিত জয়িতারা হলেন ডা. উম্মে হানি, তানজিনা আক্তার মিলি, সুলতানা বেগম, রাশেদা আক্তার।