সীতাকুণ্ডে চলন্ত কাভার্ড ভ্যানে আগুন

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে চলন্ত কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভেতরে থাকা মালামাল পুড়ে গিয়ে অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া।

তিনি বলেন, রাতে পণ্যবাহী কাভার্ড ভ্যান মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, ওভারহিটের কারণে ব্যাটারির অ্যাসিড থেকে কনটেইনারের ভেতরে আগুনের সূত্রপাত হয়। তাতে ভেতরে থাকা অর্ধলক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। তবে সঠিক সময়ে আগুন নেভানোর ফলে ক্ষতি কম হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্মরণীয় ব্যক্তিত্ব : জেলা প্রশাসক এজাহারুল ফয়েজ
পরবর্তী নিবন্ধ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন