সীতাকুণ্ডে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে মহাসড়কে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের ওপর একটি গাছ উপড়ে পড়ে। গতকাল শনিবার সকাল সোয়া ৯টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পরিষদ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে চট্টগ্রামমুখী সড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় আটকা পড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যানবাহন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে ভেঙে পড়া গাছটি কেটে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, বৃষ্টি ও বাতাসে মহাসড়কে উপড়ে পড়া গাছের কারণে চট্টগ্রামমুখী সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে বাতাস কমার পর গাছগুলো কেটে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। চলন্ত কাভার্ড ভ্যানের ওপর গাছ ভেঙে পড়ার কারণে কাভার্ড ভ্যানের ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।