সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৮ জানুয়ারি) ভোর চারটার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। বাংলানিউজ
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, “এলাকার যুবকরা পাহারা দিচ্ছিল। ভোরে ১২-১৩ জনের ডাকাত দল গ্রামে ঢুকলে খবর পেয়ে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে ঐ ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
নিহত ডাকাতের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।