সীতাকুণ্ডে গৃহবধূ হত্যার ১৯ দিন পর স্বামী গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে গৃহবধূ হত্যার ১৯ দিন পর স্বামী আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে স্ত্রী হত্যার কথা স্বীকার করে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন আবদুল মান্নান। সে সীতাকুণ্ড মুরাদপুরের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গৃহবধূ লাকি আক্তার হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে গত ১০ ডিসেম্বর থানায় মামলা করেন তার ভাই শাহ আলম। এরপর থেকেই পলাতক থাকা প্রবাস ফেরত স্বামীকে ধরতে পুলিশ তৎপর হয়। গত শনিবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতে তোলা হয়। তিনি আরো জানান,আদালতে দেয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে মান্নান স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। জবানবন্দিতে সে জানায়, গত ৮ ডিসেম্বর সে সৌদি থেকে দেশে ফিরে সীতাকুণ্ড পৌর সদরের মহাদেবপুর এলাকার দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসায় উঠে। রাতে খাবার পর স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী তাকে সম্পত্তি লিখে দিতে চাপ প্রয়োগ করে। এতে সে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর গলায় ওড়না প্যাচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর স্ত্রীর নিথর দেহ খাটের উপর রেখে সে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলীতে সাবেক মেয়র মনজুর আলমের মতবিনিময়
পরবর্তী নিবন্ধমাতারবাড়ি সমুদ্রবন্দর হবে অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী মাইলফলক