সীতাকুণ্ডে এক গৃহকর্মীকে (১৫) ধর্ষণের চেষ্টার দায়ে মোরশেদুল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার জাহিদুল আলমের পুত্র। এ ঘটনায় ভুক্তভোগী সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক। মামলার এজাহারে জানা যায়, জঙ্গল সলিমপুরের মনতাজের ঘোনা এলাকার মহিমা বেগম (৪০) বেশি বেতনের লোভ দেখিয়ে ওই গৃহকর্মীকে মোরশেদুল আলমের বাসায় নিয়ে যান। পরে তাকে মোরশেদুল আলমের সাথে বিয়ে দেওয়ার কথা বলেন। প্রস্তাবে রাজি না হলে ওই গৃহকর্মীকে মারধর করেন মহিমা বেগম এবং একপর্যায়ে তাকে ঘরে রেখে চলে যান। এ সুযোগে মোরশেদুল আলম গৃহকর্মীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে চিৎকারে শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে। এবং মোরশেদুল আলমকে থানায় সোপর্দ করে। সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, অভিযুক্ত ব্যক্তিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।