সীতাকুণ্ডে ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় গাড়ি ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকরা হলেন ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট জাহানাবাদ এলাকার বাসিন্দা মোঃ মানিকের ছেলে ভাটিয়ারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আরিফ (২৮) ও একই এলাকার মৃত মোঃ কাসেমের ছেলে মোহাম্মদ জুয়েল (২৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল ও আরিফ তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকা অতিক্রম করছিল।
এ সময় ঢাকামুখি একটি দ্রুতগামী মুসকান ভেজিটেবল অয়েলের ভাউচার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তারা দুই বন্ধু।
এদিকে স্থানীয় জুয়েল ও আরিফ নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস মুহূর্তে ভারী হয়ে ওঠে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মামুনঅর রশিদ মামুন বলেন, আমাদের এলাকার ছোট ভাই জুয়েল ও আরিফ তারা দুজনেই অনেক আন্তরিক ছিলেন এবং খুব ভাল ছেলে ছিল দুজনই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে বার আউলিয়া হাইয়ে থানার ওসি মোঃ আবদুল মোমিন বলেন, তেলের ভাউচার গাড়িটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।