সীতাকুণ্ডে গাড়ি চুরি মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:০৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে একটি গাড়ি চুরি মামলায় মোহাম্মদ রফিক (৪৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী তাজুল ইসলামকেও (৪৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার ৭ নম্বর কুমিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই এলাকার সোনার পাড়ার মৃত আলী আকবরের পুত্র। গত বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্যকে তার সহযোগীসহ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। জানা যায়, উপজেলার কুমিরা পিএইচপি ট্রাকস্ট্যান্ড দীর্ঘবছর প্রভাব দেখিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন ইউপি সদস্য রফিক। ২০১৯ সালে লিপি আক্তার চৌধুরী নামে এক নারী ৫ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি বেডফোর্ট গাড়ি কিনে ঐ স্ট্যান্ডে রফিক মেম্বারের জিম্মায় রাখেন। ওইদিন রাতে মেম্বারের সহযোগিতায় গাড়িটি চুরি হয়। ভুক্তভোগী ওই মহিলা মেম্বারের কাছে বিষয়টির ব্যাপারে জানতে চাইলে তিনি উল্টো থানায় মামলা দিবে বলে হয়রানি শুরু করেন। পরে লিপি আক্তার বাদী হয়ে আদালতে ৩৮০ ধারায় ৪২৮/১৯ মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত বৃহস্পতিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রফিক মেম্বার ও তার সহযোগিকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ মামুন বলেন, গ্রেপ্তারকৃত রফিক ইউপি সদস্যের মুখোশে ইয়াবা ব্যবসাসহ নানা অপকর্মের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে গাড়ি চুরির মামলা ছাড়াও থানায় চাঁদাবাজির মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাঠে আওয়ামী লীগের ৫ সম্ভাব্য প্রার্থী, বিএনপির কেউ নেই
পরবর্তী নিবন্ধএলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি দেখে মন্ত্রী তাজুলের সন্তোষ