সীতাকুণ্ডে গাড়ি চাপায় পথচারীর মৃত্যু

মাথা থেঁতলে যাওয়ায় শনাক্ত করা যায়নি পরিচয়

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌরসভা এলাকায় গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের মাথা থেঁতলে যাওয়ায় কেউ তাকে শনাক্ত করতে পারছে না। গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরের ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক ব্যক্তি মহাসড়কে পৌরসভাধীন এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. জাকির রব্বানী বলেন, খবর পেয়ে এসআই মো. ফারুককে ঘটনাস্থল ফকিরহাট এলাকায় পাঠানো হয়। তবে নিহতের নামপরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত ব্যক্তির মাথা থেঁতলে যাওয়ায় স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছে না। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তার বয়স আনুমানিক (৬০)। গাড়ি আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধএখনো বেহাত কয়েক হাজার কোটি টাকার ভূমি
পরবর্তী নিবন্ধত্রিমুখী পানির চাপে হালদা পাড়ের মানুষ