সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ৮:৪৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে মহাসড়কে গাড়ি ধাক্কায় ইমন সাহা (২৮) নামক এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

তিনি ২ নাম্বার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের স্বপন সাহার ছেলে। তবে তিনি বাড়বকুণ্ড বড়ুয়াপাড়া একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

আজ বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রোডে ইমন সাহা মোটরসাইকেল চালিয়ে তার এক সঙ্গী হৃদয় (২৩)কে নিয়ে বাড়বকুণ্ড ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন। তারা বাড়বকুণ্ড এলাকার বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইমনের মাথার খুলি মুহুর্তে ভেঙে মগজ ছিটকে পড়ে তার মৃত্যু ঘটে।

আহত হন মোটরসাইকেলের অপর এক যাত্রী হৃদয়ও। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ( চমেক) হাসপাতালে প্রেরণ করে দেন।

আহত হৃদয় উপজেলার মুরাদপুর ইউনিয়নের পেশকারপাড়া গ্রামের মানিকের ছেলে। নিহতের এ বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নিহত ইমনের স্ত্রী ঘটনাস্থলে ছুটে আসেন।

এদিকে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, আমরা এ ঘটনার পর মোটরসাইকেল থানায় নিয়ে এসেছি। অজ্ঞাত নামা একটি গাড়ি যুবক ইমন সাহাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তার মৃত্যু ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর থানার অভিযানে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ‎চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২