সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ৪:১৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডের রয়েল গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মুশফিকুর আহমেদ (২১) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত মুশফিক চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। কনস্টেবল আইডি নম্বর: ২৫৪৪।

বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. বাবুল মিয়া বলেন, ওই পুলিশ সদস্য মোটরসাইকেল চালিয়ে জেলা পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। মরদেহ উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।-বাংলানিউজ

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬৬ জন
পরবর্তী নিবন্ধচসিক মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন