সীতাকুণ্ডের ভাটিয়ারীতে কাভার্ড ভ্যান চাপায় রাকিবুল ইসলাম (২২) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক বান্দরবান জেলার লামা শীলের তোয়া গ্রামের মো. রজব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাকিবুল বাই সাইকেল চালিয়ে ভাটিয়ারী এলাকার ঢাকামুখী লেইনের একটি মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবক প্রাণ কোম্পানির সেল্সম্যান হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং কাভার্ড ভ্যানটি আটক আছে।