সীতাকুণ্ডে গাড়ি চাপায় প্রাণ গেল প্রাণ কোম্পানির বিক্রয়কর্মীর

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ১১:০৫ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে গাড়ি চাপায় প্রাণ গেল রাকিবুল ইসলাম (২২) নামক এক বিক্রয়কর্মীর।আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকার জামে মসজিদের সামনে কাভার্ডভ্যান চাপায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাকিবুল বাইসাইকেল চালিয়ে ভাটিয়ারী এলাকার ঢাকামুখী লেইনের একটি মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগামি একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

রাকিবুল প্রাণ কোম্পানির সেল্সম্যান বলে জানিয়েছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আবদুল মোমেন।

তিনি বলেন, ভাটিয়ারী ইউনিয়ন এলাকার ঢাকা অভিমুখী লেইনে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন রাকিবুল ইসলাম। এসময় একটি কাভার্টভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত রাকিবুল বান্দরবান জেলার লামা থানাধীন এলাকার শীলের তোয়া গ্রামের মোঃ রজব আলীর ছেলে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং কাভার্ডভ্যানটি আটক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সালাহ উদ্দীন চৌধুরী
পরবর্তী নিবন্ধলোহাগাড়া চুনতিতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান