সীতাকুণ্ডে গাড়ি চাপায় ইমামের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১২:৩৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকায় গাড়ি চাপায় মসজিদের এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল হালিম (৭০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট এলাকার হাসান গোমস্তা মসজিদের ইমাম মোঃ আব্দুল হামিদ তার গ্রামের বাড়ি থেকে চৌধুরী মার্কেটস্থ এলাকার রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাঁকে সজুরে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইমাম আব্দুল হামিদ দীর্ঘ ৪০ বছর যাবত বাঁশবাড়িয়া ইউনিয়নের ওই এলাকার হাসান গোমস্তা মসজিদে দীর্ঘ ৪০ বছর যাবত ইমামতি করে আসছিলেন। তিনি পবিত্র ঈদের ফিতরের ফিতরের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে মসজিদে আসার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকা সড়ক পার হতে গিয়ে এই ঘটনাটি ঘটে।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন বলেন, নিহত ইমাম নোয়াখালী জেলার বাসিন্দা কোম্পানীগঞ্জ এলাকার মৃত মোঃ মনির আহমেদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাঁশবাড়িয়া হাসান গোমস্তা মসজিদে অনেক সুনামের সাথে ইমামতি করেছেন। তিনি গ্রামের বাড়ি থেকে মসজিদে যাওয়ার জন্য ঢাকাচট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাঁকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বিদ্যালয়ে চুরি, চেষ্টা চালিয়েছে ইউনিয়ন পরিষদেও
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে যাত্রী বেশে সিএনজি টেক্সি ছিনতাই, রাউজানে ধরা