সীতাকুণ্ডে গাড়ি চাপায় মসজিদের ইমাম নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ১০:০৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া এলাকায় গাড়ি চাপায় মসজিদের এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল হালিম(৭০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট এলাকার হাসান গোমস্তা মসজিদের ইমাম মোঃ আব্দুল হামিদ তার গ্রামের বাড়ি থেকে চৌধুরী মার্কেটস্থ এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাঁকে সজরে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইমাম আব্দুল হামিদ দীর্ঘ ৪০ বছর যাবত বাঁশবাড়িয়া ইউনিয়নের ওই এলাকার হাসান গোমস্তা মসজিদে দীর্ঘ ৪০ বছর যাবত ইমামতি করে আসছিলেন। তিনি ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে মসজিদে আসার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকা সড়ক পার হতে গিয়ে এই ঘটনাটি ঘটে।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন বলেন, নিহত ইমাম নোয়াখালী জেলার বাসিন্দা কোম্পানীগঞ্জ এলাকার মৃত মোঃ মনির আহমেদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাঁশবাড়িয়া হাসান গোমস্তা মসজিদে অনেক সুনামের সাথে ইমামতি করেছেন।

তিনি গ্রামের বাড়ি থেকে মসজিদে যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাঁকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধলামায় কিশোরীকে অপহরণের ঘটনায় গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধদুটি আন্তর্জাতিক ফ্লাইট আবহাওয়াজনিত কারণে চট্টগ্রামে অবতরণ