সীতাকুণ্ডে গাড়ি চাপায় শ্রমিক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ৩:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বগুলা বাজার এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় এক শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।

আজ (২৯ ডিসেম্বর) রবিবার সকাল আনুমানিক সাড়ে ১১ দিকে এ দুর্ঘটনাটি ঘটে । নিহত শ্রমিকের নাম মোহাম্মদ তাইজ উদ্দিন (৪৭)। তিনি ভোলা জেলার বালিয়া থানাধীন এলাকার বাসিন্দা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকার রাস্তার পাশ দিয়ে শ্রমিক তাইজ উদ্দিন হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

এরপর বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান বলে জানান বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি তাইজ উদ্দিন একজন রোড মিস্ত্রির সাথে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি ওই এলাকার সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে নিহত হন।
নিহত শ্রমিকের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ছড়াখালের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু   
পরবর্তী নিবন্ধসাগর পথে মালয়েশিয়াগামী ৬৬ রোহিঙ্গা উদ্ধার, পাঁচ দালাল আটক