সীতাকুণ্ডে গাড়ি চাপায় মহাসড়কে প্রাণ গেল যুবকের

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ৮:১২ অপরাহ্ণ

সীতাকুণ্ডে গাড়ি চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাধীন শেখপাড়া ও পন্থিছিলা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

এদিকে স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এই দিন দুপুরে মুহাম্মদ মারুফ হাওলাদার (২৭) নামের এক যুবক ওই এলাকার সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহটি উদ্ধার করেন। নিহত যুবক পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন হরিদেবপুর চর চন্দ্রাইল এলাকার বাসিন্দা মোঃ শাহ আলম হাওলাদারের ছেলে।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ ফারুক বলেন, একটি অজ্ঞাত গাড়ি ওই যুবকটিকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় এক হাজার মানুষ পেল ফ্রি চিকিৎসা