সীতাকুণ্ডে গাড়ি চাপায় প্রাণ গেল যুবকের

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাধীন এলাকায় গাড়ি চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাধীন ১ নাম্বার ওয়ার্ডের নুনাছড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এদিকে স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে ওই এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন এক যুবক। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তার মাথা মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার এসআই মোঃ ফারুকের নেতৃত্বে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোঃ জাকির রব্বানী বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে এক যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাধীন ১ নাম্বার ওয়ার্ডের নুনাছড়া এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে অজ্ঞাত যুবক (৪০) নিহত হন।

নিহত যুবকের পুরো শরীর এবং মাথা ছিন্ন বিছিন্ন হয়ে যাওয়ায় তাকে স্থানীয়রা কেউ চিনতে পারছেন না। পুরো মুখ বিকৃত হয়ে গেছে নিহত ব্যক্তির। আমরা তার সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া বাইপাসে বাস-কার মুখোমুখি সংঘর্ষে আহত ১২