সীতাকুণ্ডে গাছ থেকে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাকখালী এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম একই এলাকার মো. কেনু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাকখালী গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম (৫০) পাশের বাড়ির একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে নিচে পড়ে যান। এ সময় তার স্বজনরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্মকর্তা ডা. নুর উদ্দির রাশেদ বলেন, গাছ থেকে পড়ে গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে আনার আগেই ঘটনাস্থলেই মারা গেছেন।