সীতাকুণ্ডে গলায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ৪:৪৮ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার জাফরাবাদ ছিন্নমূল এলাকায় ওড়না পেঁচিয়ে লিজা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১ জুন) সকালে ৬ নম্বর সমাজে এ ঘটনা ঘটে।

লিজা আকতার একই এলাকার মো. বাবুল মিয়ার মেয়ে। তিনি প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, নিজবাড়িতে ঘরের বিমের (আড়া) সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে লিজা। এ অবস্থায় উদ্ধার করে সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে আত্মহত্যা করেছে পরিবারের সদস্যরা জানে না জানিয়েছেন আমাদের।

বিষয়টি খতিয়ে দেখছে নগরের পাঁচলাইশ থানা ও সীতাকুণ্ড থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধঘাসফুল নির্বাহী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু