সীতাকুণ্ডে গভীর রাতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৩ ডাকাত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৬:৩৮ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ডাকাতির চেষ্টাকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মহাসড়কের সীতাকুণ্ড সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন, সীতাকুণ্ড ভাটেরখীল এলাকার সাইমান (২৩), বাড়বকুণ্ড ইউনিয়নের নুর হোসেন ওরফে হাসান (২০) ও সোনাইছড়ি ইউনিয়নের রাকিব (২৪)

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মজিবর রহমান বলেন, বুধবার মধ্যরাতে খবর পাই, মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তা মাথা নামক এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল গাড়িতে ডাকাতির পরিকল্পনা করছে। এ সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, তাদের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহালদা নদী পরিদর্শনে বিভাগীয় কমিশনার, পোনা অবমুক্তকরণ
পরবর্তী নিবন্ধজিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের হুইল চেয়ার প্রদান