খাগড়াছড়ি বিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মারিশ্যা জোন

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১২:৫১ অপরাহ্ণ

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে মারিশ্যা জোন। মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনাল ম্যাচে মহালছড়ি জোনকে ২-১ গোলে পরাজিত করে ম্যারিশ্যা জোন।

পরে চ্যাম্পিয়ন ও রার্নারআপ দলের কাছে ট্রফি ও পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো.আমান হাসান। এসময় পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা ও রার্নারআপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া খাগড়াছড়ির দুই কৃতি ফুটবলার সাফজয়ী নারী ফুটবলার মনিকা চাকমা ও
জাতীয় ফুটবল অনুর্ধ্ব-২০ দলের গোলরক্ষক আসিফ ভূঁইয়াকে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে সম্মামনা স্মারক ও উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো.আমান হাসান বলেন ,‘সম্প্রীতি ও উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার সকলের মাঝে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরো অটুট করার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন এমন উদ্যোগ নিয়েছে।’

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ,স্থানীয় নেতৃবৃন্দ,বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া ফাইনাল ম্যাচ দেখতে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রচুর দর্শক সমাগম ঘটে।

পূর্ববর্তী নিবন্ধচিন্ময় দাশের জামিন শুনানি ফের ২ জানুয়ারি
পরবর্তী নিবন্ধনগরীর ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা