সীতাকুণ্ডে গঙ্গাপূজা করতে গিয়ে সাগরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৫:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গঙ্গাপূজা করতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার কুমিরা ঘাটঘর এলাকার সাগর উপকূলে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, এইদিন বেলা সাড়ে ১১ টার দিকে অন্যান্যদের মত কুমিরা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা অনীল দাসের মেয়ে খুকি দাস (১২) ও একই এলাকার রানা দাসের মেয়ে কিশোরী দাস (১০) গঙ্গা পূজা করতে সাগরে নামে।

এ সময় উত্তাল ঢেউয়ের জোয়ারের পানিতে তারা তলিয়ে যায়। পরে তাদের অনেক খোঁজাখুঁজি করার পর নৌ পুলিশ দুই শিশুকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

এদিকে কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন, ওই এলাকার দুই শিশু কন্যা বেলা আনুমানিক সাড়ে ১১ টায় গঙ্গাপূজা করতে সাগরের তীরে নামে। এ সময় জোয়ারের পানিতে তারা সাগরে তলিয়ে যায়।

খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজির করার পর দুপুর সাড়ে ১২ টার দিকে তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিশু দুটির লাশ তাদের মা-বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের
পরবর্তী নিবন্ধচান্দগাঁও’য়ে চসিকের স্পোর্টস জোন